মতামত

57 thoughts on “মতামত”

      1. আমার জন্মনিবন্ধন ইংরেজি ও বাংলা করতে চাই
        আর আমার মা বাবা জীবিত নেই সেই জন্য আমার এন আইডি কার্ড করতে অনেক ঝামেলা হচ্ছে এখন আমার কাছে কি করোনিয় আছে জানাবেন প্লিজ

      1. আমি একটি জন্ম নিবন্ধন চেক করতে চাই কিন্তু আমার জানা নাই কিভাবে চেক করবো আমি নিবন্ধন নাম্বার এবং জন্ম সাল দিয়ে প্রবেশ করতে পারি নাই এখন কি করতে হবে

    1. তোফাজ্জাল হোসেন

      আমি অনেক দিন বিদেশে ছিলাম তাই আমার জন্ম নিবন্ধন করা হয় নাই এখন কি ভাবে করবো
      আমার কাছে শুধু পাসপোর্ট আছে

    1. ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথমে ভিজিট করুন everify.bdris.gov.bd লিংকে। এখানে আপনার ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরের শেষ ৫ ডিজিটের পূর্বে একটি অতিরিক্ত শুন্য (০) যোগ করে ১৭ ডিজিট করে বসান। আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন। সবশেষে ক্যাপচা পূরণ করে Search করে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করুন।

  1. জন্মনিবন্ধন কার্ড দেওয়ার সময় ইংরেজি ও বাংলা ভার্সণে নাম পাশপাশি থাকতে হবে। কিছুকিছু ক্ষেত্রে নাম বাংলায় ও ইংরেজিতে লিখতে হয় তখন তাদেরকে অনলাইন যাছাই কপি সংগ্রহ করতে হয়। এতে অর্থ ও সময় অপচয় হয়।

  2. বরিশাল জেলার বাকেরগন্জ থানার কাকরধা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন ঠিক করতে টাকা নেওয়া হয়। এবং অনেক ঘোরাঘুরি করতেও হয়।

    1. হ্যাঁ যাবে । তবে এক্ষেত্রে আপনাকে আগে আইডি কার্ডের নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্রের লগইন করতে হবে তারপর দেখবেন প্রোফাইল about লেখা আছে। এখানে গেলেই জন্ম নিবন্ধন নাম্বার পাওয়া যাবে ।

  3. আমার বাবার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিন্তু বয়স অনেক বেশি দেওয়া আছে,আমার বাবা বয়স ৫২বছর জন্ম নিবন্ধন কাগজে দেওয়া আছে ৭২বছর আমি এটা সংশোধন করতে চাই plz জানাবেন একটু

  4. আমার এই জন্ম নিবন্ধন টা বের করে কি সব কাজে করা যাবে কিচেয়ারম্যান বা সচিব সিগনেচার না নিয়ে কি আমার এই জন্মসন্দ এখান থেকে বের করে কাজ করলে কোন প্রকার সমস্যা হবে কিনা

  5. আছছালামু আলাইকুম, আমি আমার স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়েছি, এবং এটি অনলাইনেও আছে। কিন্তু আমার জন্মনিবন্ধন টি অনলাইনে নেই। No record found দেখাচ্ছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমার জন্ম ২০০১ সালে। আমার প্রশ্ন হচ্ছে – অনলাইনে আমার জন্মনিবন্ধন না থাকার কারণে কোনো সমস্যা হবে কিনা?? জানালে উপকৃত হব। আর এটা কেন হচ্ছে??

  6. বর্তমানে আমি আমাদের নিকটবর্তী ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধন কার্ড আনতে পারবো না কারণ আমি অনেক দূরে আছি। সেজন্য অনলাইনে এই সুযোগ করে দেওয়া হয়েছে যাতে আমার জন্মনিবন্ধ কার্ড অনলাইন থেকে তাৎক্ষণিক পেতে পারি। কিন্তু ইদানীং অনলাইন জন্ম সনদ যাচাই বা ডাউলোড অপশনে যাওয়াই যায় না শুধু সার্ভার বিজি।
    এটা কেমন সুবিধা যা আমাদের প্রয়োজনীয় সময়ে কাজে আসবে না !

  7. মোঃ রাসেল মহিউদ্দিন

    ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমি আমার বাবার মৃত্যু নিবন্ধন গত ০৯/০১/২০২৪ তারিখে সম্পন্ন করি এবং আমাকে একটি সনদ কপি দেওয়া হয় কিন্তু অনলাইনে নিবন্ধন দেখাচ্ছে না, এর কারণ কি???

  8. জন্ম নিবন্ধনের বয়স হচ্ছে 6,7,2007, এসএসসি সার্টিফিকেটের বয়স হচ্ছে 6,7,2006 এখন আমি কি করবো কি করতে পারি আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছিলাম এখন এই সমস্যার কারণে হচ্ছে না

  9. কাওসার আলী মোল্লা

    আমার ভগ্নিপতি মোঃ জাকির হোসেন যার এনআইডি নম্বর ১৯৭৩০০০৫১২১০১৫৩৬৫ যা অনলাইন করা ছিল কিন্তু এর কোন তথ্য এখন খুজে পাচ্ছিনা কেনো?

  10. জন্ম নিবন্ধন যাচাই কালে পূর্নাঙ্গ ঠিকানা পাওয়া যায় না। পূর্নাঙ্গ নাম-ঠিকানাসহ তথ্যাদি থাকা প্রয়োজন বলে আমি মনে করি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবেন।।।

  11. আমার ছেলের জন্ম নিবন্ধন ৪৫ দিনের ভেতরে রেজিঃ হয়েছে। জন্ম নিবন্ধন যাচাই করতে গিয়ে এখন দেখি আমার স্ত্রীর নাম ইংরেজি বানানে ভুল করেছে। স্ত্রীর ইংরেজি জন্ম নিবন্ধন না থাকলেও আমি যাচাই করে দেখেছি, স্ত্রীর জন্ম নিবন্ধনে ইংলিশ নাম ঠিক আছে কিন্তু আমার ছেলের নিবন্ধনে স্ত্রীর নাম ওঁরা ভুল এন্ট্রি করেছে।
    এখন আমার করনীয় কী?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top